The service of creation is the service of the Creator সৃষ্টির সেবায় স্রষ্টার সেবা

 The service of creation is the service of the Creator

আজ পৃথিবীতে মানবিক মূল্যবোধ নেই বলেইতো সারা বিশ্বজুড়ে চলছে অনাচার খুন জুলুম আর পরহিংসতা।

লোকে বলে প্রশান্তি খুজে পায়না কোথাও, আমি বলি নিজে কে মানবসেবায় বিলীন করো, দেখবে প্রশান্তি তোমার দুয়ারে ভিড় জমাবে।

তুমি কি কোন দিন তোমার চারপাশের মানুষগুলোর খবর নিয়েছ?তুমি কি কোন দিন জানতে চেয়েছ কিভাবে তারা দিন পার করছে? অথচ নিজে টাকার পাহাড় গড়ে অবৈধ অনাচারে যোগান দিচ্ছ।কোন দিন কি নিজেকে প্রশ্ন করেছ পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া কি করে জীবিকা নির্বাহ করে,

কোন দিন কি বিবেচনা করে দেখেছ তোমার গ্রামের বৃদ্ধ চাচা কি করে সংসার পরিচালনা করে?  বাবার সমবয়সী আঃ রহিম কাকার খোজ নিয়েছ কোনদিন, কাকা দুনিয়াতে আছে নাকি পরপারে পারি জমিয়েছে।


কিসের জন্য নিবে তাদের খবর। তারা অনাহারে পঁচে গলে যাক মরে তাতে আমার কি আসে যায়

আমার নিজেকে নিয়ে ভাবার সময় ওতো নেই আবার ভাবব প্রতিবেশী নিয়ে । ধুত সালা কি বলে এসব।

আসলে তুমি যা মনে করো তা নয়

বরং সৃষ্টির সেবায় স্রষ্টার সেবা

তুমি অনাহারে থাকা হতদরিদ্র হাতে একমুঠো ভাত দাও। দেখবে তোমার অন্তরে প্রশান্তি মিলবে। তুমি যদি সারাজীবনের উপার্জন বিলিন করে সৃষ্টিকর্তাকে তৃপ্তি সহ একমুঠো ভাত খাওয়াতে চাও।তুমি জনম জনম চেষ্টা করে ও তা কোন দিন পূরণ করতে পারবে না। কিন্তু তুমি যদি অনাহারে কাতর হয়ে থাকা সৃষ্টিকে একপেয়ালা খাবার দাও, তাহলেই সৃষ্টিকর্তাকে খাওয়ানো হবে।

পৃথিবীতে মানবিক মূল্য নায় কেন?

তার একটাই কারণ আমরা  কাউকে কোন দিতে শিখিনি, শুধু নিতেই শিখেছি। আমরা এখনো পারিনি আমাদের উপার্জনের একটা অংশ মানবসেবায় বিলিয়ে দিতে।পারিনি আমরা প্রতিবেশীর দুঃখে কাতর হতে, জানিনা কিভাবে প্রতিবেশীর দুঃখ লাঘব করতে হবে। শুধু শিখেছি কিভাবে নিজে বাঁচব, তাই হয়তো পৃথিবীটা আজ মানবিক মূল্যবোধ শুন্য হয়ে আছে।

কি করলে সেই মূল্যবোধ বজায় থাকবে,

আমি বলি আপনি মামবতার ফেরিওয়ালা হয়ে যান।মানুষকে ভালবাসতে শিখুন, গরীব. ধনী. বৃদ্ধ. শিশু.সবাইকে একচোখে আগলে রাখুন। পথশিশুদের পাশে হাটতে শিখুন, না খেয়ে থাকা মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করুন,

দিনমজুর কে সম্মান করতে শিখুন। অপরের কষ্টকে নিজের মনে করুন, সকলকে নিয়ে এক টেবিলে খেতে অভ্যাস করুন,মায়ের জাতিদের শ্রদ্ধা করতে ভালবাসোন, নির্বিশেষে সকলের সেবায় নিজেকে নিয়োজিত করুন, তাহলেই হারিয়ে যাওয়া মানবতা আবার দুয়ারে হাতছানি দিবে।।।

উপসংহার = আসলে আমরা সবাই সৃষ্টি কর্তাকে খুশি করতে চাই  এবং পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে চায়। তাই আমাদের উচিত সৃষ্টির সেবায় নিজেকে একদাপ এগিয়ে রাখা, কারন সৃষ্টির সেবায় স্রষ্টার সেবা।

আর সৃষ্টির সেবায় রয়েছে মানবতা. ভালবাসা. এবং একে অপরকে সম্মান করা।

তাই আসুন আমরা সব সময় চেষ্টা করবো নিজেকে মানবসেবায় বিলিয়ে দিতে।।।


Post a Comment

9 Comments

  1. আমাদের সকলের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো

    ReplyDelete
    Replies
    1. ইনশাআল্লাহ আমরা যার যার অবস্হানে থেকে চেষ্টা করব

      Delete
  2. এই রকম আরো পোষ্ট আরো চাই

    ReplyDelete
  3. আমাদের উচিত অসহায় মানুষের পাশে দাড়ানো

    ReplyDelete