I will laugh at everyone's happiness, I will cry at everyone's sorrow সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে.
April 17, 2022
I will laugh at everyone's happiness, I will cry at everyone's sorrow.
আসলে এটা একটা কাল্পনিক চিত্র।তাই যদি কাহারো চিত্রের সাথে মিলে যায়, তাহলে কর্তৃপক্ষ দায়ী নয়।
বয়স যখন সাত তখনি নিজে নিজে সপ্ন দেখতে শুরু করি।একদিন অনেক বড় হব,নিজের সপ্নগুলোকে বাস্তবে দেখব। পরিবারের ভার বহন করবো, বাবা মা ভাই বোন সকলকে নিয়ে খেলতামাশায় মেতে থাকব।
কিন্তু নিয়তি যে ছিল ভিন্ন কিছু সেটা কি আর বুঝে উঠতে পারি।বয়সটা ধীরে ধীরে বাড়তেই থাকে আর সপ্নগুলোও বড় হতে থাকে। এভাবেই পার হয়ে গেল কিশোর অবধি। কিশোরকাল শেষে যৌবনে পা ফেলতেই কেন যে সপ্নগুলো এলোমেলো হয়ে গেল। কেমন যেন হতাশা এসে ভিড় জমাল,তখন যেন পৃথিবীতে বেচে থাকাটায় বড় দায় হয়ে দাড়াল৷ দুমুটো ভাতের জন্য জীবন লড়াইয়ে নামতে হলো।
আসলে কি জানেন অষ্টম শ্রেণিতেই লেখা পড়া ছেড়ে দিতে হলো,পরিবারের দায়ে নিজের সপ্নগুলোকে চাপা দিতে হলো নিজের অজান্তেই। তখন থেকেই নামতে হলো জীবন যুদ্ধে তখনি বুঝে আসলো আসলে পৃথিবীতে বেচেঁ থাকাই বড় দায় সাচ্ছন্দ্যবোধতো পরের ধাপ।
লেখা পড়া ছেড়ে নেমে পড়লাম জীবিকা অন্বেষণে। সারাদিন কাজশেষে পরিবারের মুখে হাসি ফুটানো টাই কষ্ট হতো,নিজের জন্য ভাবাটাতো অনেক দূরে। তারপর ও বলতাম আল্লাহ যেন আমাকে এভাবেই রাখে কারন এতেই ছিল আমার ছোট সময়ে মায়ের শিখানো কাব্য,,,
সবার সুখে হাসব আমি কাঁদব সবার দুঃখে,,,,,,,
আসলে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে তাই হয়তো নিজের অজান্তেই নিজের সপ্ন ও নিজেকে সময় দেওয়া নিজেকে নিয়ে ভাবাটা অনেক দূর ছিটকে পড়ে যায়। এভাবেই চলতে থাকলো আমার দিনগুলো।
বয়সটা তখনো পঁচিশে পা রাখেনি। বাবা তখন ভিষন অসুস্হ আমাকেই শামলাতে হতো সব কিছু। ছোট বোনটাও বেশ বড় হয়ে উঠেছে। মাথায় আর একটা চাপ এসে যোগ হলো।কারন বোনটাকেও ভাল একটা ছেলে দেখে বিয়ে দিতে হবে।
এভেবেই মাথাটা গরম হয়ে যেত কারন যে কয়টাকা বেতন পায় তাতে সংসার চালিয়ে বাবার ঔষধ কিনতেই ফুরিয়ে যায়, তাছাড়া বোনের লেখাপড়ার খরচতো আছেই। এভাবেই মায়ের শিখানো কাব্য স্বরনে রেখে পরিবারের বোঝা মাথায় নিয়ে কেনোরকম জীবন কাটতেছে। কিন্তু হঠাৎ শুনতে হলো আমার যে চাকিরিটা ছিলো সেটাও নাকি আর নেই
4 Comments
masa allah
ReplyDeleteএরকম পোস্ট আরো চাই
ইনশাআল্লাহ দোয়া করবেন সর্বদা যেন আপনাদের ইচ্ছে মত পোস্ট করতে পারি
Deleteঅসম্ভব সুন্দর ����
ReplyDeleteধন্যবাদ
Delete